কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৪৯৪
আন্তর্জাতিক নং: ৩৪৯৪
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
দাগ গ্রহণ করা
৩৪৯৪। আলী ইবন আবু খাসীব (রাহঃ).... জাবির ইব্‌ন আব্দূল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সা'দ ইবন মু'আযকে তার (হাতের) রগের উপর দু'বার তপ্ত লোহার দাগ দিয়ে ছিলেন।
كتاب الطب
بَاب مَنْ اكْتَوَى
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَوَى سَعْدَ بْنَ مُعَاذٍ فِي أَكْحَلِهِ مَرَّتَيْنِ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৪৯৪ | মুসলিম বাংলা