কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৪৯৩
আন্তর্জাতিক নং: ৩৪৯৩
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
দাগ গ্রহণ করা
৩৪৯৩। আমর ইবন রাফি (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন উবাই ইব্ন কা'ব (রাযিঃ) বেশ অসুস্থ হলেন, তখন নবী (ﷺ) তার কাছে চিকিৎসক পাঠালেন, সে তার (হাতের) রগের উপর তপ্ত লোহার দাগ দিল।
كتاب الطب
بَاب مَنْ اكْتَوَى
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ مَرِضَ أُبَىُّ بْنُ كَعْبٍ مَرَضًا فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ طَبِيبًا فَكَوَاهُ عَلَى أَكْحَلِهِ .