কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৪৮৬
আন্তর্জাতিক নং: ৩৪৮৬
কোন কোন দিন রক্ত মোক্ষন করা যাবে
৩৪৮৬। সুওয়াইদ ইবন সাঈদ (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে রক্তমোক্ষন করাতে চায়, সে যেন সতের উনিশ বা একুশ তারিখকে বেছে নেয়। তোমাদের কারো বক্তচাপ যেন না তাকে (অর্থাৎ তখন যেন রক্তমোক্ষণ না করানো হয়) তাহলে তা তার জীবন নাশ করতে পারে।
بَاب فِي أَيِّ الْأَيَّامِ يُحْتَجَمُ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَطَرٍ، عَنْ زَكَرِيَّا بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّهَّاسِ بْنِ قَهْمٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ أَرَادَ الْحِجَامَةَ فَلْيَتَحَرَّ سَبْعَةَ عَشَرَ أَوْ تِسْعَةَ عَشَرَ أَوْ إِحْدَى وَعِشْرِينَ وَلاَ يَتَبَيَّغْ بِأَحَدِكُمُ الدَّمُ فَيَقْتُلَهُ " .
