কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৪৮৫
আন্তর্জাতিক নং: ৩৪৮৫
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
রক্তমোক্ষন স্থান
৩৪৮৫। মুহাম্মাদ ইব্ন তারীফ (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাঁর ঘোড়া থেকে একটি খেজুর কান্ডের উপর পড়ে গেলেন, ফলে তাঁর পা মচকে গেলো। রাবী ওয়াকী (রাহঃ) বলেন অর্থাৎ ব্যাথার কারণে মচকানো জায়গায় তিনি রক্তমোক্ষন করালেন।
كتاب الطب
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ سَقَطَ مِنْ فَرَسِهِ عَلَى جِذْعٍ فَانْفَكَّتْ قَدَمُهُ . قَالَ وَكِيعٌ يَعْنِي أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ عَلَيْهَا مِنْ وَثْءٍ .