কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৩৪৮৩
আন্তর্জাতিক নং: ৩৪৮৩
রক্তমোক্ষন স্থান
৩৪৮৩। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, যে নবী (ﷺ) ঘাড়ের দুই রগে এবং কাঁধে রক্তমোক্ষন করিয়েছেন।
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ فِي الأَخْدَعَيْنِ وَعَلَى الْكَاهِلِ .
