কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৪৮২
আন্তর্জাতিক নং: ৩৪৮২
রক্তমোক্ষন স্থান
৩৪৮২। সুয়াইদ ইব্‌ন সাঈদ (রাহঃ)..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন জিবরাঈল (আ) ঘাড়ের দুই রগ এবং কাঁধে রক্তমোক্ষন করানো (পরামর্শ নিয়ে) নবী (ﷺ)-এর খিদমতে নাযিল হলেন।
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ سَعْدٍ الإِسْكَافِ، عَنِ الأَصْبَغِ بْنِ نُبَاتَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَزَلَ جِبْرِيلُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِحِجَامَةِ الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৪৮২ | মুসলিম বাংলা