আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮৭২
আন্তর্জাতিক নং: ৩০৯০
১৯৪০. সফর থেকে প্রত্যাবর্তন করে আহার করা,
২৮৭২। আবুল ওয়ালীদ (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফর থেকে প্রত্যাবর্তন করলাম! তখন নবী (ﷺ) আমাকে বললেন, ‘দু’রাকআত নামায আদায় করে নাও।’ সিরার হচ্ছে মদীনার উপকন্ঠে একটি স্থানের নাম।
باب الطَّعَامِ عِنْدَ الْقُدُومِ
3090 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ: قَدِمْتُ مِنْ سَفَرٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلِّ رَكْعَتَيْنِ» ، " صِرَارٌ: مَوْضِعٌ نَاحِيَةً بِالْمَدِينَةِ "
