কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৬. শিকারের অধ্যায়
হাদীস নং: ৩২০৮
আন্তর্জাতিক নং: ৩২০৮
কুকুর কর্তৃক ধৃত শিকার
৩২০৮। আলী ইব্ন মুনযির (রাহঃ).. আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাস করে বললাম, আমরা এমন সম্প্রদায় যারা এই কুকুরের সাহায্যে শিকার ধরে থাকি। তিনি বলেন, তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নাম নিয়ে (শিকারের উদ্দেশ্যে, প্রেরণ করবে তখন সে তোমার জন্য যা শিকার করে তা খাবে তা সে হত্যা করে ফেললেও। কিন্তু (তা থেকে) কুকুর ভক্ষণ করলে তা স্বতন্ত্র কথা। যদি কুকুর (তা থেকে) খেয়ে থাকে তবে তুমি তা ভক্ষণ করবে না। কারণ আমার আশংকা হচ্ছে, সে তা নিজের জন্য শিকার করেছে। আর তার সাথে অন্য কুকুর থাকলে তুমি তা খাবে না।
ইবন মাজা (রাহঃ) বলেন, আমি আলী মুনযিরকে বলতে শুনেছি, আমি আটান্নবার হজ্জ করেছি-এর অধিকাংশ পদব্রজে।
ইবন মাজা (রাহঃ) বলেন, আমি আলী মুনযিরকে বলতে শুনেছি, আমি আটান্নবার হজ্জ করেছি-এর অধিকাংশ পদব্রজে।
بَاب صَيْدِ الْكَلْبِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الْكِلاَبِ . قَالَ " إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهَا فَكُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ وَإِنْ قَتَلْنَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ فَإِنْ أَكَلَ الْكَلْبُ فَلاَ تَأْكُلْ فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ أُخَرُ فَلاَ تَأْكُلْ " . قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُهُ - يَعْنِي عَلِيَّ بْنَ الْمُنْذِرِ - يَقُولُ حَجَجْتُ ثَمَانِيَةً وَخَمْسِينَ حِجَّةً أَكْثَرُهَا رَاجِلٌ .


বর্ণনাকারী: