আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮৩৫
আন্তর্জতিক নং: ৩০৫০
পরিচ্ছেদঃ ১৯১৩. মুশরিকদের মুক্তিপণ
২৮৩৫। মাহমুদ (রাহঃ) .... জুবাইর (ইবনে মুতয়িম) (রাযিঃ) থেকে বর্ণিত, আর তিনি (কাফির থাকা অবস্থায়) বদর যুদ্ধে বন্দীদের মুক্ত করার জন্য (রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট) এসেছিলেন। তিনি বললেন, আমি নবী (ﷺ)- কে মাগরিবের নামাযে সূরায়ে তূর পড়তে শুনেছি।
হাদীসের ব্যাখ্যাঃ
মুক্তাদী কর্তৃক ইমামের মাগরিবের নামাযের কিরাত শ্রবণ করা থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. মাগরিবের নামাযে সশব্দে কুরআন পাঠ করেছেন। এ আমলের ব্যতিক্রম তিনি কখনো করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়নি। অতএব, মাগরিবের নামাযে ইমামের জন্য উচ্চস্বরে কুরআন পড়া জরুরী।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন