আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০৪৮
১৯১৩. মুশরিকদের মুক্তিপণ
২৮৩৪। ইসমাঈল ইবনে আবি উয়াইস (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, আনসারীগণের কয়েকজন রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি আমাদের অনুমতি দান করেন, তবে আমরা আমাদের ভাগ্নে আব্বাসের মুক্তিপণ ছেড়ে দিতে পারি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, একটি দিরহামও ছেড়ে দিবে না।
ইবরাহীম (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ)- এর নিকট বাহরাইন থেকে অর্থ- সম্পদ আনা হয়। তখন তার নিকট আব্বাস (রাযিঃ) এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু দিন। আমি আমার নিজের মুক্তিপণ আদায় করেছি এবং আকীলেরও মুক্তিপণ আদায় করেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিয়ে নিন এবং তার কাপড়ে দিয়ে দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন