কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২২. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮৪৫
আন্তর্জাতিক নং: ২৮৪৫
দুশমনদের জনপদ জালিয়ে দেওয়া
২৮৪৫। 'আব্দুল্লাহ্ ইবন সা'ঈদ (রাহঃ)....ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বানূ নযীরদের খেজুর গাছ জ্বালিয়ে দেন এবং কেটে ফেলেন। এ ব্যাপারে তাদের (মুসলিমদের) কবি (হাসসান ইবন ছাবিত রা) বলেনঃ
فَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ -
অর্থাৎ লুআয়্যি (কুরায়শ) গোত্রের নেতৃবৃন্দের পক্ষে যুওয়ায়রা নামক বাগানটি ব্যাপকভাবে জালিয়ে দেওয়া সহজ।
فَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ -
অর্থাৎ লুআয়্যি (কুরায়শ) গোত্রের নেতৃবৃন্দের পক্ষে যুওয়ায়রা নামক বাগানটি ব্যাপকভাবে জালিয়ে দেওয়া সহজ।
بَاب التَّحْرِيقِ بِأَرْضِ الْعَدُوِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ . وَفِيهِ يَقُولُ شَاعِرُهُمْ فَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ
