কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২২. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৮৪৪
আন্তর্জাতিক নং: ২৮৪৪
জিহাদের বিধানাবলী অধ্যায়
দুশমনদের জনপদ জালিয়ে দেওয়া
২৮৪৪। মুহাম্মাদ ইবন রুম্হ (রাহঃ)....ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) (ইয়াহূদী গোত্র) বানূ নাযীর-এর খেজুর বাগান জ্বালিয়ে দেন এবং বুওয়ায়রা (নামক খেজুরের বাগান) কেটে ফেলেন। তখন আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করেনঃ
مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً -
(তোমরা যে খেজুর গাছগুলি কেটে ফেলেছ এবং যেগুলি কান্ডের উপর স্থির রেখেছ (৫৯ঃ ৫)।
مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً -
(তোমরা যে খেজুর গাছগুলি কেটে ফেলেছ এবং যেগুলি কান্ডের উপর স্থির রেখেছ (৫৯ঃ ৫)।
كتاب الجهاد
بَاب التَّحْرِيقِ بِأَرْضِ الْعَدُوِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ . وَهِيَ الْبُوَيْرَةُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً ) الآيَةَ .