কোন ব্যক্তির অপর কোন ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করা
২৭৫২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....তামীম দারী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি বললাম, “ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আহলে কিতাব-এর কেউ অপর একজনের হাতে ইসলাম গ্রহণ করলে তার হুকুম কি? তিনি বললেনঃ সে (যার হাতে ইসলাম গ্রহণ করেছে) তার জীবনে এবং মরণে (ইসলাম গ্রহণকারীর) সবচেয়ে নিকটতর ব্যক্তি।