হযরত তামীম আদ-দারী রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত তামীম আদ-দারী রাযি. নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি লুখাম গোত্রের শাখা আদ্-দার গোত্রের লোক। উপনাম আবূ রুকাইয়া। তিনি আগে খ্রিষ্টধর্মের অনুসারী ছিলেন। ফিলিস্তিনে বসবাস করতেন। তিনি সেখানকার একজন রাহিব (সন্ন্যাসী) ছিলেন। খুব ইবাদত-বন্দেগী করতেন। হিজরী ৯ম সালে তিনি ও তাঁর ভাই নু'আইম আদ্-দার গোত্রীয় ১০ জন লোকের একটি প্রতিনিধি দলের সাথে মদীনা মুনাওয়ারায় আগমন করেন এবং নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি মদীনায়ই বসবাস করতে থাকেন। তিনি নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে থেকে জিহাদও করেছেন। তাঁর একটি বিশেষ ফযীলত হল যে, তিনি এক সফরে 'জাসসাসা' নামক এক অদ্ভুত জন্তু ও দাজ্জালের দেখা পেয়েছিলেন। সফর থেকে এসে তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ দেন। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম সে ঘটনা তাঁর সূত্রে মিম্বরে বসে বর্ণনা করেন। তিনিই সর্বপ্রথম... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী