কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত

হাদীস নং: ২৪২৮
আন্তর্জাতিক নং: ২৪২৮
দান-সাদ্‌কা সম্পর্কিত
দেনার কারণে আটকে রাখা এবং পেছনে লেগে থাকা
২৪২৮। হাদিয়্যা ইবন আব্দুল ওয়াহ্হাব (রাহঃ) .... হিরমাস ইবন হাবীবের দাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে আমার এক করযদারকে নিয়ে এলাম। তিনি বললেনঃ এর পিছে লেগে থাক। অতঃপর দিনের শেষে তিনি আমার কাছ দিয়ে গেলেন এবং বললেনঃ তোমার কয়েদীকে কি করছো, হে তামীম গোত্রের ভাই?
أبواب الصدقات
بَاب الْحَبْسِ فِي الدَّيْنِ وَالْمُلَازَمَةِ
حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا الْهِرْمَاسُ بْنُ حَبِيبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِغَرِيمٍ لِي فَقَالَ لِي ‏"‏ الْزَمْهُ ‏"‏ ‏.‏ ثُمَّ مَرَّ بِي آخِرَ النَّهَارِ فَقَالَ ‏"‏ مَا فَعَلَ أَسِيرُكَ يَا أَخَا بَنِي تَمِيمٍ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: