কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৪২৭
আন্তর্জাতিক নং: ২৪২৭
দেনার কারণে আটকে রাখা এবং পেছনে লেগে থাকা
২৪২৭। আবু বকর ইবন আবু শায়বা ও'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....শারীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সক্ষম ব্যক্তি দেনা পরিশোধে টালবাহানা করে, আমার জন্য তাকে বেইযযতী করা এবং শাস্তি দেওয়া-উভয়ই হালাল। আলী তানাফুসী (রাহঃ) বলেনঃ ইযযত হালাল হবার অর্থ তাকে কটু কথা বলা এবং শাস্তি দেয়ার অর্থ হলো, তাকে আটক করা।
بَاب الْحَبْسِ فِي الدَّيْنِ وَالْمُلَازَمَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا وَبْرُ بْنُ أَبِي دُلَيْلَةَ الطَّائِفِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مَيْمُونِ بْنِ مُسَيْكَةَ، - قَالَ وَكِيعٌ وَأَثْنَى عَلَيْهِ خَيْرًا - عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَىُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ " . قَالَ عَلِيٌّ الطَّنَافِسِيُّ يَعْنِي عِرْضَهُ شِكَايَتَهُ وَعُقُوبَتَهُ سِجْنَهُ ..


বর্ণনাকারী: