কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৪১৮
আন্তর্জাতিক নং: ২৪১৮
অস্বচ্ছল ব্যক্তিকে (দেনা পরিশোধে) সময় দেওয়া
২৪১৮। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... বুরদা আসলামী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে গরীবকে (তার ঋণ আদায়ে) সময় দিবে, সে প্রতিদিন সদকাহ দেওয়ার মত ছওয়াব পাবে। আর যে ব্যক্তি তার মেয়াদ চলে যাবার পরও তাকে সময় দিবে, সে প্রতিদিন সেই ঋণের সমপরিমাণ সদকাহ করার ছওয়াব পাবে।
بَاب إِنْظَارِ الْمُعْسِرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ نُفَيْعٍ أَبِي دَاوُدَ، عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ وَمَنْ أَنْظَرَهُ بَعْدَ حِلِّهِ كَانَ لَهُ مِثْلُهُ فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ " .


বর্ণনাকারী: