আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪- গোসলের অধ্যায়
হাদীস নং: ২৭৬
আন্তর্জাতিক নং: ২৮০
১৯৪। লোকদের সামনে গোসলের সময় পর্দা করা।
২৭৬। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... উম্মে হানী বিনতে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গিয়ে তাঁকে গোসলরত অবস্থায় দেখলাম, ফাতিমা (রাযিঃ) তাঁকে পর্দা করে রেখেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ ইনি কে? আমি বললামঃ আমি উম্মে হানী।
باب التَّسَتُّرِ فِي الْغُسْلِ عِنْدَ النَّاسِ
280 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ
হাদীসের ব্যাখ্যা:
হাদীছটিতে দেখা যাচ্ছে হযরত উম্মু হানী রাযি.-ও নিজের নাম বলে পরিচয় দিয়েছেন। এটাই নিয়ম। পরিচয় জিজ্ঞেস করলে নাম বলতে হয়। 'আমি' বা এরূপ অস্পষ্ট কিছু বলতে নেই। কেননা 'আমি' বলার ভেতর এক রকম অহমিকা নিহিত থাকে। যেন বোঝানো হয় আমি তো আমিই, আমাকে চেনার জন্য নাম বলার প্রয়োজন হয় না। আর অহংকার না থাকলেও তাতে পরিচয় জিজ্ঞাসার উদ্দেশ্য ব্যর্থ তো হয়ই। ফলে কথা বাড়ে, সময় নষ্ট হয়।
ক. কেউ পরিচয় জিজ্ঞেস করলে পরিষ্কারভাবে নিজের নাম বলা উচিত। 'আমি' বা অন্য কিছু নয়।
ক. কেউ পরিচয় জিজ্ঞেস করলে পরিষ্কারভাবে নিজের নাম বলা উচিত। 'আমি' বা অন্য কিছু নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)


বর্ণনাকারী: