কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৩৯৮
আন্তর্জাতিক নং: ২৩৯৮
দান-সাদ্কা সম্পর্কিত
ধার নেওয়া প্রসঙ্গে
২৩৯৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)...... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ধার পরিশোধ করতে হবে এবং লাভদায়ক জিনিস (অর্থাৎ দুধ পান করার জন্য যে জন্তু দেয়া হয় তা) ফেরৎ দিতে হবে।
أبواب الصدقات
بَاب الْعَارِيَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةُ مَرْدُودَةٌ " .
বর্ণনাকারী: