কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৩৯৭
আন্তর্জাতিক নং: ২৩৯৭
দান-সাদ্কা সম্পর্কিত
ওয়াকফ করা
২৩৯৭। মুহাম্মাদ ইবন আবু 'উমার 'আদানী (রাহঃ).... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবন খাত্তাব বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! খায়বারে আমি যে একশত অংশ পেয়েছি, তার চেয়ে অধিক প্রিয় কোন সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা সদকাহ্ করে দিতে মনস্থ করেছি। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি মূল সম্পত্তিটি রেখে দাও এবং তারফল দান করে দাও।
রাবী ইবন আবু 'উমার (রাহঃ) বলেনঃ আমি এ হাদীসটি আমার কিতাবের অন্য একস্থানে এই সনদে পেয়েছি যে, সুফয়ান (রাহঃ) ....ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমার (রাযিঃ) বলেছেনঃ এরপর উক্ত হাদীছের মতই উল্লেখ করেছেন।
রাবী ইবন আবু 'উমার (রাহঃ) বলেনঃ আমি এ হাদীসটি আমার কিতাবের অন্য একস্থানে এই সনদে পেয়েছি যে, সুফয়ান (রাহঃ) ....ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমার (রাযিঃ) বলেছেনঃ এরপর উক্ত হাদীছের মতই উল্লেখ করেছেন।
أبواب الصدقات
بَاب مَنْ وَقَفَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمِائَةَ سَهْمٍ الَّتِي بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَحَبُّ إِلَىَّ مِنْهَا وَقَدْ أَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " احْبِسْ أَصْلَهَا وَسَبِّلْ ثَمَرَتَهَا " .
قَالَ ابْنُ أَبِي عُمَرَ فَوَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي مَوْضِعٍ آخَرَ فِي كِتَابِي عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ .
قَالَ ابْنُ أَبِي عُمَرَ فَوَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي مَوْضِعٍ آخَرَ فِي كِتَابِي عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ .