কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
হাদীস নং: ২১৫৯
আন্তর্জাতিক নং: ২১৫৯
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময়, গণকের বখ্শিশ ও পাঠার ভাড়া গ্রহণ নিষেধ
২১৫৯। হিশাম ইবন আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় ও গণকের বখশিশ গ্রহণ থেকে নিষেধ করেছেন।
أبواب التجارات
بَاب النَّهْيِ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ وَعَسْبِ الْفَحْلِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ .
বর্ণনাকারী: