কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১০. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ২০৬১
আন্তর্জাতিক নং: ২০৬১
তালাক - ডিভোর্স অধ্যায়
ঈলা প্রসঙ্গে
২০৬১। আহমদ ইবন ইয়ূসুফ সুলামী (রাহঃ).... উন্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তার কতিপয় স্ত্রী থেকে এক মাসের ঈলা করেছিলেন। উনত্রিশ দিন শেষ হলে, তিনি বিকালে অথবা সকালে আসেন। তখন বলা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! উনত্রিশ দিন তো অতিবাহিত হয়েছে? তিনি বললেনঃ উনত্রিশ দিনেও মাস হয়।
كتاب الطلاق
بَاب الْإِيلَاءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ عَنْ عِكْرِمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم آلَى مِنْ بَعْضِ نِسَائِهِ شَهْرًا فَلَمَّا كَانَ تِسْعَةً وَعِشْرِينَ رَاحَ أَوْ غَدَا فَقِيلَ يَا رَسُولَ اللهِ إِنَّمَا مَضَى تِسْعٌ وَعِشْرُونَ فَقَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২০৬১ | মুসলিম বাংলা