কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১০. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২০৬০
আন্তর্জাতিক নং: ২০৬০
ঈলা প্রসঙ্গে
২০৬০। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তো এ কারণে ঈলা করেছিলেন যে, যয়নাব (রাযিঃ) তার দেওয়া হাদিয়া ফেরত দিয়েছিলেন। তখন আয়েশা (রাযিঃ) বলেছিলেনঃ যয়নাব তো আপনাকে অপমান করল! রাসূলুল্লাহ (ﷺ) রাগ করেছিলেন এবং তাদের থেকে ঈলা করেছিলেন।
بَاب الْإِيلَاءِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ عَنْ حَارِثَةَ بْنِ مُحَمَّدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّمَا آلَى لِأَنَّ زَيْنَبَ رَدَّتْ عَلَيْهِ هَدِيَّتَهُ فَقَالَتْ عَائِشَةُ لَقَدْ أَقْمَأَتْكَ فَغَضِبَ صلى الله عليه وسلم فَآلَى مِنْهُنَّ.
