কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৭০
আন্তর্জাতিক নং: ১৭৭০
রোযা ও ই'তিকাফের অধ্যায়
ই'তিকাফ প্রসঙ্গে
১৭৭০। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) রামাযানের শেষ দশ দিন ই'তিকাফ করতেন। তবে তিনি কোন এক বছর এ সময় সফরে অতিবাহিত করেন। এরপর পরবর্তী বছরে তিনি বিশ দিন ই'তিকাফ করেন।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَسَافَرَ عَامًا فَلَمَّا كَانَ مِنْ الْعَامِ الْمُقْبِلِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান