কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭৬৯
আন্তর্জাতিক নং: ১৭৬৯
ই'তিকাফ প্রসঙ্গে
১৭৬৯। হান্নাদ ইবন সারী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) প্রতি বছর দশ দিন ই'তিকাফ করতেন। তবে তিনি যে বছর ইন্তিকাল করেন, সে বছর বিশ দিন ই'তিকাফ করেন। প্রতি বছর (রামাযান মাসে) তাঁর কাছে একবার কুরআন পেশ করা হত। তবে তিনি যে বছর ইন্তিকাল করেন, সে বছর তাঁর কাছে তা দু'বার পেশ করা হয়।
بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي حُصَيْنٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ
