কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭৩৬
আন্তর্জাতিক নং: ১৭৩৬
রোযা ও ই'তিকাফের অধ্যায়
আশুরার দিনের সাওম
১৭৩৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে অবশ্যই নবম তারিখে সাওম পালন করব।
আবু 'আলী (রাহঃ).... বলেন, আহমাদ ইবন ইয়ুনুস সূত্রে ইবন আবু যি'ব থেকে অতিরিক্ত বর্ণনা করেছেনঃ তাঁর থেকে আশূরার সাওম ফত্তত হওয়ার আশংকায়।
আবু 'আলী (রাহঃ).... বলেন, আহমাদ ইবন ইয়ুনুস সূত্রে ইবন আবু যি'ব থেকে অতিরিক্ত বর্ণনা করেছেনঃ তাঁর থেকে আশূরার সাওম ফত্তত হওয়ার আশংকায়।
أبواب الصيام
بَاب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ الْيَوْمَ التَّاسِعَ
قَالَ أَبُو عَلِيٍّ رَوَاهُ أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ زَادَ فِيهِ مَخَافَةَ أَنْ يَفُوتَهُ عَاشُورَاءُ.
قَالَ أَبُو عَلِيٍّ رَوَاهُ أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ زَادَ فِيهِ مَخَافَةَ أَنْ يَفُوتَهُ عَاشُورَاءُ.