কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৩৫
আন্তর্জাতিক নং: ১৭৩৫
আশুরার দিনের সাওম
১৭৩৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....মুহাম্মাদ ইবন সায়ফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আশুরার দিন আমাদের জিজ্ঞাসা করেনঃ তোমাদের কেউ আজ আহার করেছে কি? আমরা বললামঃ আমাদের কেউ কেউ আহার করেছে এবং কেউ কেউ (আহার) করেনি। তিনি বললেনঃ তোমরা যারা আহার করেছ এবং যারা আহার করনি তারা তোমাদের দিনের অবশিষ্টাংশ সাওম পূর্ণ কর। আর তোমরা মদীনার পার্শ্ববর্তীদের কাছে সংবাদ পাঠাও, তারা যেন দিনের অবশিষ্টাংশ সাওম পালন করে।
بَاب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ حُصَيْنٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ قَالَ قَالَ لَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ مِنْكُمْ أَحَدٌ طَعِمَ الْيَوْمَ قُلْنَا مِنَّا طَعِمَ وَمِنَّا مَنْ لَمْ يَطْعَمْ قَالَ فَأَتِمُّوا بَقِيَّةَ يَوْمِكُمْ مَنْ كَانَ طَعِمَ وَمَنْ لَمْ يَطْعَمْ فَأَرْسِلُوا إِلَى أَهْلِ الْعَرُوضِ فَلْيُتِمُّوا بَقِيَّةَ يَوْمِهِمْ قَالَ يَعْنِيْ أَهْلَ الْعَرُوْضِ حَوْلَ الْمَدِيْنَةِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৩৫ | মুসলিম বাংলা