কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭০২
আন্তর্জাতিক নং: ১৭০২
সাওম পালনে ইচ্ছুক ব্যক্তি অপবিত্র অবস্থায় ভোর করলে
১৭০২। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কা'বার রবের কসম! আমি এ কথা বলছি না, যে ব্যক্তি অপবিত্র অবস্থায় ভোর করে, সে সিয়াম ভঙ্গ করুক।[১] বরং এ কথা মুহাম্মাদ (ﷺ) বলেছেন।
[১] এ হাদীসটির হুকুম মানসুখ (রহিত) হয়েছে। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, "রাসূলুল্লাহ (ﷺ) ফজর পর্যন্ত অপবিত্র অবস্থায় কাটাবার পর গোসল করেছেন এবং সাওম পালন করেছেন।"
[১] এ হাদীসটির হুকুম মানসুখ (রহিত) হয়েছে। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, "রাসূলুল্লাহ (ﷺ) ফজর পর্যন্ত অপবিত্র অবস্থায় কাটাবার পর গোসল করেছেন এবং সাওম পালন করেছেন।"
بَاب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا وَهُوَ يُرِيدُ الصِّيَامَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو الْقَارِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ لَا وَرَبِّ الْكَعْبَةِ مَا أَنَا قُلْتُ مَنْ أَصْبَحَ وَهُوَ جُنُبٌ فَلْيُفْطِرْ مُحَمَّدٌ صلى الله عليه وسلم قَالَهُ
