কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭০১
আন্তর্জাতিক নং: ১৭০১
ফরয সাওমের নিয়্যাত রাতে করা এবং অপরাপর সাওমের বেলায় ইখতিয়ার প্রসঙ্গে
১৭০১। ইসমাঈল ইবন মুসা (রাহঃ).....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে এসে বললেনঃ তোমাদের কাছে কিছু আছে কি? আমরা বললামঃ না। তিনি বললেনঃ আমি সাওম পালন করছি। তিনি সাওমরত থাকেন। এরপর আমাদের কাছে কিছু হাদিয়া এলে তিনি সাওম ভঙ্গ করেন। আয়েশা (রাযিঃ) বলেনঃ তিনি কখনো সাওম পালন করতেন। আবার কখনো ভঙ্গ করেন। রাবী মুজাহিদ বলেনঃ আমি জিজ্ঞাসা করলাম, তা কি ভাবে? 'আয়েশা (রাযিঃ) বলেনঃ এর দৃষ্টান্ত ঐ লোকের ন্যায়, যে সাদকার মাল নিয়ে বের হয়ে এর কিছু অংশ দান করে, আর কিছু অংশ রেখে দেয়।
بَاب مَا جَاءَ فِي فَرْضِ الصَّوْمِ مِنْ اللَّيْلِ وَالْخِيَارِ فِي الصَّوْمِ
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى حَدَّثَنَا شَرِيكٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ مُجَاهِدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَنَقُولُ لَا فَيَقُولُ إِنِّي صَائِمٌ فَيُقِيمُ عَلَى صَوْمِهِ ثُمَّ يُهْدَى لَنَا شَيْءٌ فَيُفْطِرُ قَالَتْ وَرُبَّمَا صَامَ وَأَفْطَرَ قُلْتُ كَيْفَ ذَا قَالَتْ إِنَّمَا مَثَلُ هَذَا مَثَلُ الَّذِي يَخْرُجُ بِصَدَقَةٍ فَيُعْطِي بَعْضًا وَيُمْسِكُ بَعْضًا.
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭০১ | মুসলিম বাংলা