কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৬৮১
আন্তর্জাতিক নং: ১৬৮১
সাওম পালনকারীর শিঙ্গা লাগানো প্রসঙ্গে
১৬৮১। আহমাদ ইবন য়ূসুফ সুলামী (রাহঃ).... আবু কিলাবা (রাযিঃ) থেকে বর্ণিত। শাদ্দাদ ইবন আওস (রাযিঃ) বলেন যে, তিনি একবার রাসূলুল্লাহর (ﷺ)-এর সঙ্গে হেঁটে জান্নাতুল বাকীর দিকে যাচ্ছিলেন। তিনি শিঙ্গা গ্রহণকারী এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন, আর তখন রামাযান মাসের আঠার দিন অতিবাহিত হয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শিঙ্গা প্রয়োগকারী এবং গ্রহণকারী সাওম ভঙ্গ করেছে।
بَاب مَا جَاءَ فِي الْحِجَامَةِ لِلصَّائِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ أَنْبَأَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى عَنْ أَبِي قِلَابَةَ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ شَدَّادَ بْنَ أَوْسٍ بَيْنَمَا هُوَ يَمْشِي مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِالْبَقِيعِ فَمَرَّ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بَعْدَ مَا مَضَى مِنْ الشَّهْرِ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ


বর্ণনাকারী: