কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৬৭৫
আন্তর্জাতিক নং: ১৬৭৫
সাওম পালনকারীর বমি করা প্রসঙ্গে
১৬৭৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু মারযূক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাযালা ইবন উবায়দ আনসারীকে বর্ণনা করতে শুনেছি যে, একদিন সাওম পালনরত অবস্থায় নবী (ﷺ) তাদের কাছে বেরিয়ে আসেন। তিনি পানির পাত্র চান এবং পানি পান করেন। তখন আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো আজ সাওম পালন করছেন। তিনি বললেনঃ হ্যাঁ, তবে আমি বমি করেছি।
بَاب مَا جَاءَ فِي الصَّائِمِ يَقِيءُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَعْلَى وَمُحَمَّدُ ابْنَا عُبَيْدٍ الطَّنَافِسِيِّ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي مَرْزُوقٍ قَالَ سَمِعْتُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ الْأَنْصَارِيَّ يُحَدِّثُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ عَلَيْهِمْ فِي يَوْمٍ كَانَ يَصُومُهُ فَدَعَا بِإِنَاءٍ فَشَرِبَ فَقُلْنَا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ هَذَا يَوْمٌ كُنْتَ تَصُومُهُ قَالَ أَجَلْ وَلَكِنِّي قِئْتُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৬৭৫ | মুসলিম বাংলা