কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৬৭৪
আন্তর্জাতিক নং: ১৬৭৪
রোযা ও ই'তিকাফের অধ্যায়
ভুলবশতঃ যে সাওম ভঙ্গ করে
১৬৭৪। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আসমা বিনত আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ) -এর সময় মেঘাচ্ছন্ন দিনে ইফতার করলাম। তারপর সূর্য প্রকাশ পেল।
রাবী বলেনঃ আমি হিশামকে জিজ্ঞাসা করলামঃ তাদের কাযা করার নির্দেশ দেওয়া হয়েছিল কি? তিনি বললেনঃ অবশ্যই।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِيمَنْ أَفْطَرَ نَاسِيًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ أَفْطَرْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي يَوْمِ غَيْمٍ ثُمَّ طَلَعَتْ الشَّمْسُ قُلْتُ لِهِشَامٍ أُمِرُوا بِالْقَضَاءِ قَالَ فَلَا بُدَّ مِنْ ذَلِكَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)