কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৬৫৩
আন্তর্জাতিক নং: ১৬৫৩
রোযা ও ই'তিকাফের অধ্যায়
নতুন চাঁদ দেখার সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে
১৬৫৩। আবু বকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী, আমার কতিপয় আনসার পিতৃব্য আমার নিকট বর্ণনা করেন যে, একবার শাওয়ালের নতুন চাঁদ আমাদের থেকে মেঘে ঢেকে যায়। আমরা (পরের দিন) সাওম পালন করি। দিনের শেষ ভাগে একটি কাফেলা নবী (ﷺ) -এর কাছে এসে বিগতকাল চাঁদ দেখার সাক্ষ্য প্রদান করে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের ইফতার করার এবং পরের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার নির্দেশ দেন।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي الشَّهَادَةِ عَلَى رُؤْيَةِ الْهِلَالِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ حَدَّثَنِي عُمُومَتِي مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالُوا أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ فَأَصْبَحْنَا صِيَامًا فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَنْ يُفْطِرُوا وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ مِنْ الْغَدِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, দিনের অর্ধেক পার হওয়ার পরে চাঁদ দেখার সিদ্ধান্ত হলে রোজা ছেড়ে দিতে হবে আর ঐ দিন ঈদের নামাযের সময় না থাকার কারণে পরের দিন সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার পূর্বে ঈদের নামায আদায় করবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১৭৬)
tahqiqতাহকীক:তাহকীক চলমান