কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৬৫২
আন্তর্জাতিক নং: ১৬৫২
নতুন চাঁদ দেখার সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে
১৬৫২। 'আমর ইব্‌ন 'আব্দুল্লাহ্ আওদী (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর কাছে জনৈক বেদুইন এসে বললোঃ আমি আজ রাতে নতুন চাঁদ দেখেছি। তিনি বললেনঃ “আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল" তুমি কি এ কথার সাক্ষ্য দাও? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ হে বিলাল! উঠ এবং লোকদের মাঝে এ মর্মে ঘোষণা দাও, তারা যেন আগামী কাল সাওম পালন করে।

আবু 'আলী (রাহঃ) বলেনঃ ওয়ালীদ ইবন আবু ছাওর ও হাসান ইবন 'আলী (রাহঃ)-এর রিওয়াতও এরূপ । হাম্মাদ ইবন সালাম (রাহঃ) ও এরূপ বর্ণনা করেছেন, তবে তিনি ইবন আব্বাস (রাযিঃ)-এর উল্লেখ করেন নি। রাবী বলেনঃ তখন সে ঘোষণা দেয় যে, তারা যেন সালাত কায়েম করে এবং সিয়াম পালন করে।
بَاب مَا جَاءَ فِي الشَّهَادَةِ عَلَى رُؤْيَةِ الْهِلَالِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللهِ الْأَوْدِيُّ وَمُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبْصَرْتُ الْهِلَالَ اللَّيْلَةَ فَقَالَ أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ قَالَ قُمْ يَا بِلَالُ فَأَذِّنْ فِي النَّاسِ أَنْ يَصُومُوا غَدًا قَالَ أَبُو عَلِيٍّ هَكَذَا رِوَايَةُ الْوَلِيدِ بْنِ أَبِي ثَوْرٍ وَالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ فَلَمْ يَذْكُرْ ابْنَ عَبَّاسٍ وَقَالَ فَنَادَى أَنْ يَقُومُوا وَأَنْ يَصُومُوا.
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৬৫২ | মুসলিম বাংলা