কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৩৪
আন্তর্জাতিক নং: ১৬৩৪
নবী (ﷺ)-এর ওফাত ও তাঁর দাফন প্রসঙ্গে
১৬৩৪। ইবরাহীম ইবনুল মুনযির হিযামী (রাহঃ).... নবী সহধর্মিণী উম্মু সালামা বিনত আবু উমায়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর যামানায় লোকদের অবস্থা এরূপ ছিল যে, মুসল্লী যখন সালাত আদায়ের জন্য দাঁড়াতেন, তখন তাদের কারো দৃষ্টি তার উভয় পায়ের স্থান অতিক্রম করত না। রাসূলুল্লাহ (ﷺ)-এর যখন ইন্তিকাল হয়, তখন লোকদের অবস্থা এরূপ হলো যে, যখন তাদের কেউ সালাতে দাঁড়াতেন, তখন তার দৃষ্টি সাজদার স্থান অতিক্রম করত না। এরপর আবু বকর (রাযিঃ)-এর ইন্তিকাল হলো, আর উমর (রাযিঃ) খলীফা হলেন। তখন লোকদের অবস্থা এরূপ হলো যে, তাদের কেউ যখন সালাতে দাঁড়াতেন, তখন তার দৃষ্টি কিবলার দিক অতিক্রম করত না। আর উছমান ইবন আফ্ফান (রাযিঃ) যখন খলীফা হলেন, তখন ফিতনার সূচনা হয়। ফলে লোকেরা ডান ও বাম দিকে তাকাতে শুরু করে।
بَاب ذِكْرِ وَفَاتِهِ وَدَفْنِهِ ﷺ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا خَالِي مُحَمَّدُ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ الْمُطَّلِبِ بْنِ السَّائِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيُّ حَدَّثَنِي مُوسَى بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي أُمَيَّةَ الْمَخْزُومِيُّ حَدَّثَنِي مُصْعَبُ بْنُ عَبْدِ اللهِ عَنْ أُمِّ سَلَمَةَ بِنْتِ أَبِي أُمَيَّةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ الْمُصَلِّي يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ قَدَمَيْهِ فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَكَانَ النَّاسُ إِذَا قَامَ أَحَدُهُمْ يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ جَبِينِهِ فَتُوُفِّيَ أَبُو بَكْرٍ وَكَانَ عُمَرُ فَكَانَ النَّاسُ إِذَا قَامَ أَحَدُهُمْ يُصَلِّي لَمْ يَعْدُ بَصَرُ أَحَدِهِمْ مَوْضِعَ الْقِبْلَةِ وَكَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَكَانَتْ الْفِتْنَةُ فَتَلَفَّتَ النَّاسُ يَمِينًا وَشِمَالًا
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৬৩৪ | মুসলিম বাংলা