কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৮৬
আন্তর্জাতিক নং: ১৫৮৬
মুখমণ্ডলে আঘাত করা এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলা নিষিদ্ধ
১৫৮৬। আহমাদ ইব্ন উছমান ইবন হাকীম আওদী (রাহঃ).... আব্দুর রহমান ইবন ইয়াযীদ ও আবু বুরদা (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, আবু মুসা (রাযিঃ) যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন তার স্ত্রী উম্মু আব্দুল্লাহ চীৎকার করতে করতে আসে। তিনি চেতনা ফিরে পেয়ে তাকে বলেনঃ তুমি কি জান না, রাসূলুল্লাহ (ﷺ) যার প্রতি নাখোশ, আমিও তার প্রতি নাখোশ? তিনি তার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি (মৃত্যু শোকে) মাথা মুণ্ডন করে, সজোরে কান্নাকাটি করে এবং জামা-কাপড় ছিঁড়ে ফেলে, আমি তাঁর দায় মুক্ত।
بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ أَبِي الْعُمَيْسِ قَالَ سَمِعْتُ أَبَا صَخْرَةَ يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ وَأَبِي بُرْدَةَ قَالَا لَمَّا ثَقُلَ أَبُو مُوسَى أَقْبَلَتْ امْرَأَتُهُ أُمُّ عَبْدِ اللهِ تَصِيحُ بِرَنَّةٍ فَأَفَاقَ فَقَالَ لَهَا أَوَ مَا عَلِمْتِ أَنِّي بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَكَانَ يُحَدِّثُهَا أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ أَنَا بَرِيءٌ مِمَّنْ حَلَقَ وَسَلَقَ وَخَرَقَ


বর্ণনাকারী: