কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৮৫
আন্তর্জাতিক নং: ১৫৮৫
মুখমণ্ডলে আঘাত করা এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলা নিষিদ্ধ
১৫৮৫। মুহাম্মাদ ইব্ন জাবির আল মুহারিবী ও মুহাম্মাদ ইবন কারামা (রাহঃ)....আবু উসামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) চেহারা ক্ষত বিক্ষতকারিণী, বক্ষদেশের জামা ছিন্নকারিণী, ধ্বংস কামনাকারীণী ও শোকগাথার আয়োজনকারিণীর উপর লানত করেছেন।
بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَابِرٍ الْمُحَارِبِيُّ وَمُحَمَّدُ بْنُ كَرَامَةَ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ مَكْحُولٍ وَالْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَعَنَ الْخَامِشَةَ وَجْهَهَا وَالشَّاقَّةَ جَيْبَهَا وَالدَّاعِيَةَ بِالْوَيْلِ وَالثُّبُورِ


বর্ণনাকারী: