আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৮৪
১৮০৯. শরীর থেকে তীর বের করা
২৬৮৬। মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (এক যুদ্ধে) আবু আমিরের হাঁটুতে তীর বিদ্ধ হল, আমি তাঁর কাছে গেলাম। আবু আমির (রাযিঃ) বললেন, এই তীরটি বের কর। তখন আমি তীরটি টেনে বের করলাম। ফলে সে স্থান থেকে পানি প্রবাহিত হতে লাগল। আমি নবী (ﷺ)- এর কাছে গেলাম এবং তাঁকে ঘটনাটি জানালাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘ইয়া আল্লাহ! আবু আমির উবাইদকে ক্ষমা করুন।’
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন