আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৮৩
১৮০৮. মহিলা কর্তৃক আহত ও নিহতদের ফেরত পাঠান
২৬৮৫। মুসাদ্দাদ (রাহঃ) ..... রুবাইয়্যি’ বিনতে মুআব্বিয (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা নবী (ﷺ)- এর সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করে লোকদের পানি পান করাতাম ও তাদের পরিচর্যা করতাম এবং আহত ও নিহত লোকদের মদীনায় ফেরত পাঠাতাম।’
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন