কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৩০
আন্তর্জাতিক নং: ১৫৩০
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫৩০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তির পরিচর্যা করতেন। পরে সে মারা যায় এবং তার লোকেরা তাকে রাতে দাফন করে। সকালে রাসূলুল্লাহ (ﷺ) -কে এ সংবাদ জানান হলে তিনি বলেনঃ আমাকে সংবাদ দিতে কিসে তোমাদের বারণ করলো? তারা বললোঃ রাত ছিল গভীর আঁধারে আচ্ছন্ন। তাই আমরা আপনাকে কষ্ট দেওয়া সমীচীন মনে করিনি। তখন তিনি তার কবরের নিকটে আসেন এবং তার জানাযার সালাত আদায় করেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ عَنْ الشَّعْبِيِّ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَاتَ رَجُلٌ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعُودُهُ فَدَفَنُوهُ بِاللَّيْلِ فَلَمَّا أَصْبَحَ أَعْلَمُوهُ فَقَالَ مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي قَالُوا كَانَ اللَّيْلُ وَكَانَتْ الظُّلْمَةُ فَكَرِهْنَا أَنْ نَشُقَّ عَلَيْكَ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৫৩০ | মুসলিম বাংলা