কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫২৯
আন্তর্জাতিক নং: ১৫২৯
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫২৯। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ….. আমির ইবন রবীআ (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক কৃষ্ণকায় মহিলা মারা যায়; কিন্তু নবী (ﷺ) কে তার সংবাদ দেওয়া হয়নি। পরে তাকে এ ব্যাপারে অবহিত করা হলে তিনি বললেনঃ তোমরা কেন আমাকে এ সংবাদ দাও নি? এরপর তিনি তাঁর সাহাবীদের বললেন তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। তারপর তিনি তার জানাযার সালাত আদায় করেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهِ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ مَاتَتْ وَلَمْ يُؤْذَنْ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَأُخْبِرَ بِذَلِكَ فَقَالَ هَلَّا آذَنْتُمُونِي بِهَا ثُمَّ قَالَ لِأَصْحَابِهِ صُفُّوا عَلَيْهَا فَصَلَّى عَلَيْهَا


বর্ণনাকারী: