আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৬৭৭
আন্তর্জতিক নং: ২৮৭৪
পরিচ্ছেদঃ ১৮০১. নবী (ﷺ)-এর সাদা খচ্চর।
২৬৭৭। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) .... বারা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কোন এক ব্যক্তি তাঁকে বললেন, হে আবু উমারা। আপনারা হুনায়নের যুদ্ধে পলায়ন করেছিলেন? তিনি বললেন, আল্লাহর কসম, না। নবী (ﷺ) কখনো পলায়ন করেননি। বরং অতি উৎসাহী অগ্রবর্তী কিছু লোক হাওয়াযিনদের তীর নিক্ষেপের ফলে পালিয়ে ছিলেন। আর নবী (ﷺ) তাঁর সাদা খচ্চরটির উপর উপবিষ্ট ছিলেন এবং আবু সূফিয়ান ইবনে হারিস (রাযিঃ) এর লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। তখন নবী (ﷺ) বলেছিলেন, ‘আমি যে নবী তা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের বংশধর।’

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন