কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৪০৪
আন্তর্জতিক নং: ১৪০৪

পরিচ্ছেদঃ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে

১৪০৪। আবু মুস'আব মাদিনী, আহমদ ইবন আবু বকর (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মসজিদুল হারাম ব্যতীত অন্যান্য মসজিদে সালাত আদায়ের চাইতে আমার এ মসজিদে সালাত আদায় করা হাজার সালাতের থেকেও উত্তম।
হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ..........আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৪০৪ | মুসলিম বাংলা