কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৩৯৭
আন্তর্জতিক নং: ১৩৯৭

পরিচ্ছেদঃ সালাত গুনাহের কাফ্ফারা হওয়া প্রসঙ্গে

১৩৯৭। আব্দুল্লাহ ইবন আবু যিয়াদ (রাহঃ)... 'আমির ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবান ইবন 'উসমান (রাযিঃ)-কে বলতে শুনেছি। 'উসমান (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তুমি কি মনে কর, কারো বাড়ীর কাছে যদি প্রবহমান নদী থাকে, আর সে তাতে প্রত্যেহ পাঁচবার গোসল করে, তবে তার শরীরে কি কোন ময়লা থাকে? তিনি বলেনঃ কিছুই থাকে না। তিনি বললেনঃ পানি যেভাবে ময়লা দূর করে দেয়, তদ্রুপ সালাতও গুনাহ দূর করে দেয়।


tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৩৯৭ | মুসলিম বাংলা