কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৩৯৬
আন্তর্জতিক নং: ১৩৯৬

পরিচ্ছেদঃ সালাত গুনাহের কাফ্ফারা হওয়া প্রসঙ্গে

১৩৯৬। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাহঃ)...... 'আসিম ইবন সুফয়ান সাকাফী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁরা সালাসিল অভিযানে শরীক হন এবং যুদ্ধে পরাজিত হন। এরপর তাঁরা সীমান্ত এলাকা পাহারায় নিয়োজিত থাকেন। অবশেষে তাঁরা মু'আবিয়া (রাযিঃ)-এর নিকট ফিরে আসেন, আর এ সময় তাঁর কাছে ছিলেন আবু আয়্যূব ও 'উকবা ইবন 'আমির (রাযিঃ)। তখন 'আসিম (রাহঃ) বললেনঃ হে আবু আয়্যূব! এ বছরের অভিযানে আমরা বিজীত হয়েছি। আর আমাদের এ মর্মে সংবাদ দেওয়া হয়েছে, যে ব্যক্তি চারটি মসজিদে সালাত আদায় করে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়। তখন আবু আয়াব বললেনঃ হে আমার ভাতিজা! আমি তোমাকে এর চাইতেও সহজ পথ বলে দিচ্ছি। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি যথানিয়মে উযূ করে এবং যথাযথভাবে সালাত আদায় করে, তার পূর্বকৃত গুনাহ মাফ করে দেওয়া হয়। ('আসিম বলেনঃ) হে 'উকবা! ব্যাপার কি এরূপই? তিনি বললেনঃ হ্যাঁ।


সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৩৯৬ | মুসলিম বাংলা