কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১৩৯৪
আন্তর্জতিক নং: ১৩৯৪

পরিচ্ছেদঃ সালাত ও শোকরানা সিজদা প্রসঙ্গে

১৩৯৪। 'আব্দা ইবন 'আব্দুল্লাহ খুযা'য়ী ও আহমদ ইবন ইউসুফ সুলামী (রাহঃ)........ আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর নিকট যখন এমন কোন খবর আসতো, যা তাঁকে খুশী করতো বা যাতে তিনি খুশী হতেন; তখন তিনি মহান আল্লাহর শোকর হিসাবে সিজদা করতেন।


tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৩৯৪ | মুসলিম বাংলা