কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১০০৯
আন্তর্জাতিক নং: ১০০৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
কিবলার বর্ণনা
১০০৯। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাযিঃ) বলেছেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! যদি আপনি মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করতেন। তখন আয়াতটি নাযিল হয়। واتخذوا من مقام إبراهيم مصلى
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِبْلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ عُمَرُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْتَ مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ (وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى) .