কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৭৩৩
আন্তর্জাতিক নং: ৭৩৩
মসজিদে থাকা অবস্থায় আযান হলে সেখান থেকে বের না হওয়া
৭৩৩। আবু বকর এবন আবু শায়বা (রাহঃ) ........... আবু শা'সা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আবু হুরায়রা (রাযিঃ)-এর সঙ্গে মসজিদে বসা ছিলাম। এরপর মুয়াযযিন আযান দিলেন। তখন মসজিদ থেকে এক ব্যক্তি উঠে চলে যেতে থাকে এবং আবু হুরায়রা (রাযিঃ)-এর দৃষ্টি তার প্রতি পতিত হয় এবং এই অবস্থায় সে মসজিদ থেকে বেরিয়ে যায়। তখন আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ লোকটি তো আবুল কাসিম (ﷺ)-এর নাফরমানী করলো।
بَاب إِذَا أُذِّنَ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَلَا تَخْرُجْ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، قَالَ كُنَّا قُعُودًا فِي الْمَسْجِدِ مَعَ أَبِي هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِي فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের পরে নামায না পড়ে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৫৪) তবে ইবনে মাযা শরীফ-৭৩৪ নং হাদীসে বর্ণিত আছে যে, একান্ত প্রয়োজনে বা মাসজিদে ফিরে আসার নিয়তে বের হওয়া যেতে পারে। এ ছাড়া আযানের পরে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা।


বর্ণনাকারী: