কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ৭৩২
আন্তর্জাতিক নং: ৭৩২
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
ইকামতের শব্দ একবার-একবার বলা
৭৩২ | আবু বদর 'আব্বাদ ইবন ওয়ালীদ (রাহঃ) ….. আবু রাফে' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বিলাল (রাযিঃ)-কে রাসূলাল্লাহ (ﷺ)-এর সামনে আযানে প্রতিটি কলেমা দুইবার করে এবং ইকামতে প্রতিটি কলেমা একবার করে বলতে দেখেছি।
أبواب الأذان والسنة فيه
بَاب إِفْرَادِ الْإِقَامَةِ
حَدَّثَنَا أَبُو بَدْرٍ، عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنِي مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، مَوْلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي رَافِعٍ قَالَ رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَثْنَى مَثْنَى وَيُقِيمُ وَاحِدَةً ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান