কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
হাদীস নং: ৭৩১
আন্তর্জাতিক নং: ৭৩১
ইকামতের শব্দ একবার-একবার বলা
৭৩১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ........ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মুয়াযযিন আম্মার ইবন সা'দ (রাযিঃ)-এর পিতামহ থেকে বর্ণিত যে, বিলাল (রাযিঃ)-এর আযান ছিল দুই-দুই শব্দ বিশিষ্ট এবং ইকামত ছিল এক-এক শব্দ বিশিষ্ট।
بَاب إِفْرَادِ الْإِقَامَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ أَذَانَ بِلاَلٍ كَانَ مَثْنَى مَثْنَى وَإِقَامَتُهُ مُفْرَدَةً .


বর্ণনাকারী: